• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ১, ২০২১, ০২:৪২ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ১, ২০২১, ০২:৪২ পিএম

জাতীয় পতাকা অবমাননার অভিযোগে মামলা

জাতীয় পতাকা অবমাননার অভিযোগে মামলা

জাতীয় পতাকার অবমাননার অভিযোগে বরগুনার বেশ কয়েকটি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বরগুনা নারী-শিশু দমন ট্রাইব্যুনালের সহকারী প্রসিকিউটর এজ জেড এম মুজাহিদুল ইসলাম বাদি হয়ে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে রোববার মামলাটি দায়ের করেন। 

বাদির অভিযোগ, গত ২১ ফেব্রুয়ারি তিনি দেখেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বরগুনা জেলা কার্যালয়ের জাতীয় পতাকা বিধিসম্মতভাবে উত্তোলিত হয়নি। একইভাবে বরগুনা জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জেলা সাবরেজিস্ট্রার কার্যালয়সহ বেশ কয়েকটি সরকারি কার্যালয়ে নিয়ম মেনে পতাকা উত্তোলন করা হয়নি বলে তাঁর দাবি। এছাড়া বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান কুয়েত প্রবাসী হাসপাতাল ও  তিনি ওইসব কার্যালয়ের উত্তোলিত পতাকার ছবি মোবাইল ফোনে ধারণ করে মামলার সাথে কপি সংযুক্ত করেছেন। 

মামলাটি আমলে নিয়ে আদেশের জন্য রেখেছেন আদালত। 

মুজাহিদুল ইসলাম জানান, আসামিরা জাতীয় পতাকা আইন ১৯৭২ এর ৩ এবং ২০১০ এর ২০ নং ধারা লঙ্ঘন করেছেন। রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সম্মান রক্ষার্থে জাতীয় পতাকা বিধিসম্মতভাবে উত্তোলন না করা শাস্তিযোগ্য অপরাধ।