• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২, ২০২১, ০৩:০৮ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২, ২০২১, ০৩:১৫ পিএম

বলেশ্বরের অজগর গেল সুন্দরবনে

বলেশ্বরের অজগর গেল সুন্দরবনে

বাগেরহাটের বলেশ্বর নদ থেকে উদ্ধার করা একটি অজগর সাপকে ম্যানগ্রোভ সুন্দরবনে ছেড়ে দেয়া হয়েছে। সোমবার (১ মার্চ) বিকেলে অজগরটি উদ্ধার করা হয়। ১৫ ফুট লম্বা অজগরটির ওজন প্রায় ৩০ কেজি।

শরণখোলার উত্তর সাউলখালী গ্রামের জেলে লোকমান হাওলাদার বলেশ্বর নদে মাছ ধরতে গিয়ে অজগরটি দেখতে পান। তিনি অন্য জেলেদের নিয়ে কৌশলে অজগরটি ধরে ফেলেন। পরে সেটি বনবিভাগের হাতে তুলে দেওয়া হয়। 

উত্তর সাউথখালী ওয়ার্ডে ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম হালিম শাহ জানান, জেলেরা অজগরটি নদীতে ভাসতে দেখে ধরে কূলে নিয়ে আসেন। সন্ধ্যা ৭টার দিকে বনবিভাগকে খবর দিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয়।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের বগী স্টেশন কর্মকর্তা (এসও) মো. আব্দুল মান্নান  জানান, বলেশ্বর নদ থেকে জেলেরা অজগরটি ধরে তাদের খবর দেয়। সোমবার রাত ৮টার দিকে সাপটি বগী স্টেশন অফিস সংলগ্ন সুন্দরবনে অবমুক্ত করা হয়।