• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৫, ২০২১, ০৩:২২ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ৫, ২০২১, ০৩:২২ পিএম

‘ভারতের চেয়ে আমাদের গড় আয়ু বেশি’

‘ভারতের চেয়ে আমাদের গড় আয়ু বেশি’

জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন বলেছেন, ভারতের চেয়ে বাংলাদেশের মানুষের গড় আয়ু বেশি। তিনি আরো বলেন, “খাদ্য পুষ্টির কারণে মানুষের গড় আয়ু বেড়েছে। খাদ্য পুষ্টিতে এগুতে পেরেছি বলেই ভিতরে ভিতরে করোনা হলেও অনেকেই টের পাইনি।”

শুক্রবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে মেহেরপুর ওয়াপদা শিশু পরিবার এলাকায় মাঠ দিবস অনুষ্ঠানে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী ফরহাদ বলেন, “পেঁয়াজ উৎপাদন বাড়াতে সংরক্ষণাগার নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে। এছাড়া কৃষি ইন্ডাস্ট্রি তৈরি করে বিদেশে সবজিসহ ফলমূল রপ্তানির উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।”

সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, “হাতের নাগালেই সাধারণ মানুষ স্বাস্থ্য সেবা পাচ্ছে। কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে ঔষধ ও ব্যবস্থা পত্র দিচ্ছে। এছাড়া সরকার রাস্তাঘাট, স্কুল কলেজ, বিদ্যুৎ, খাল খননসহ নানা উন্নয়ন করছে। বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল ও উন্নয়নশীল দেশ।”