• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৫, ২০২১, ০৪:০৮ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ৫, ২০২১, ০৪:০৮ পিএম

জীবিত হরিণসহ শিকারি আটক

জীবিত হরিণসহ শিকারি আটক

বাগেরহাটের মোংলায় ফাঁদ ও জীবিত হরিণসহ এক চোরা শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (৫ মার্চ) ভোরে পশুর নদীর লাউডোপ খেয়া ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মো. শাকিল সরদার নামের ওই চোরা শিকারিকে আটক করা হয়।

আটক মো. শাকিল সরদার খুলনা জেলার দাকোপ উপজেলার বানিশান্তা এলাকার ইমাদুল সরদারের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা এম মাজহারুল হক (লেফটেন্যান্ট বিএন) জানান, জব্দকৃত হরিণ এবং আটক শিকারিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পূর্ব সুন্দরবনের ডাংমারী ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।

পূর্ব সুন্দরবনের ডাংমারী স্টেশন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, হরিণ শিকারের দায়ে আটক শাকিলের বিরুদ্ধে বন্যপ্রাণী পাচার আইনে মামলা করা হয়েছে। তাকে খুলনা আদালতে পাঠানো হয়েছে।

উদ্ধার হওয়া হরিণটিকে সুন্দরবনের করমজল হরিণ প্রজনন কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান এ কর্মকর্তা।