• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মার্চ ৫, ২০২১, ০৫:০৩ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ৫, ২০২১, ০৫:০৩ পিএম

সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকৃতির লীলাভূমি মৌলভীবাজারের পর্যটনকে উৎসাহিত করতে সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের ২৬টি জেলার ১১৫ জন সাইক্লিস্ট অংশগ্রহণ করেছেন।

রেইস বাংলাদেশ এবং মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটির আয়োজনে শুক্রবার (৫ মার্চ) শহরের স্টেডিয়াম গেইট প্রাঙ্গণে সাইক্লিং প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন রেইস বাংলাদেশের প্রতিষ্ঠাতা সাজনান মো. নিভির, জেলা সাইক্লিং উপকমিটির আহবায়ক মোহাম্মদ রাসেল ও সমন্বয়ক ইমন আহমদ।

অংশগ্রহণকারীদের মধ্যে ১০৬ জন পুরুষ আর মহিলা ছিলেন ৯ জন। প্রায় ৩৫ কিলোমিটার উঁচু-নিচু পাহাড়, চা বাগান আর সমতল পথ সাইকেল চালিয়ে পাড়ি দেন সাইক্লিস্টরা। সাইক্লিং এর পাশাপাশি প্রকৃতির মনোরম দৃশ্য উপভোগ করেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অংশগ্রহণকারীরা।  

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে মেডেল এর সাথে নগদ অর্থ দেয়া হয়েছে।

মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটির সমন্বয়ক ইমন আহমদ বলেন, পর্যটন ও সাইক্লিংকে একসাথে উৎসাহিত করতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।