• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৭, ২০২১, ০১:৫৮ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ৭, ২০২১, ০১:৫৮ পিএম

বন্দী নিখোঁজ: জেলার ও ডেপুটি জেলার প্রত্যাহার

বন্দী নিখোঁজ: জেলার ও ডেপুটি জেলার প্রত্যাহার

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ফরহাদ হোসেন রুবেল (২০) নামের এক বন্দী নিখোঁজের ঘটনায় জেলার মো. রফিকুল ইসলাম ও ডেপুটি জেলার আবু সাদ্দাতকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে দুই কারারক্ষীকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (৭ মার্চ) কারা মহাপরিদর্শকের (আইজি প্রিজন) নির্দেশে এই ব্যবস্থা নেওয়া হয়।

শনিবার (৬ মার্চ) ভোর সোয়া পাঁচটায় কারাগারের কর্ণফুলী ওয়ার্ড থেকে নিখোঁজ হন একটি হত্যা মামলার আসামি ফরহাদ হোসেন। সিসি ক্যামেরায় তার ঘুম থেকে ওঠা ও হাত-মুখ ধোয়ার দৃশ্য রেকর্ড হয়। কিন্তু এরপর থেকে আর তাকে সিসি ক্যামেরায় দেখা যায়নি। 

এ ঘটনায় জেল সুপার প্রথমে নগরের কোতোয়ালি থানায় জিডি করেন। রাতে জেলার রফিকুল ইসলাম বাদী হয়ে একই থানায় মামলা করেন।

আজ আইজি প্রিজনের নির্দেশে জেলার ও ডেপুটি জেলারকে প্রত্যাহার করে নেওয়া হয়। সেই সঙ্গে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. শফিকুল ইসলাম দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করেন।

এদিকে বন্দী ফরহাদ হোসেনের নিখোঁজের ঘটনায় খুলনা রেঞ্জের ডিআইজি প্রিজন মো. ছগির মিয়াকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।