
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যা মামলায় বেলাল উদ্দিন নামে একজনকে গ্রেপ্তার করেছে পিবিআই।
রোববার (৭ মার্চ) দুপুরে ওই উপজেলার চরফকিরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে বেলাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বেলাল উদ্দিন চরফকিরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইব্রাহিমের ছেলে।
বিকাল ৩টায় সাংবাদিক মুজাক্কির হত্যায় বেলালকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই নোয়াখালী এসপি মিজানুর রহমান মুন্সী।