• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৭, ২০২১, ০৬:১৩ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ৭, ২০২১, ০৬:১৩ পিএম

পশুরে ডুবে যাওয়া কার্গো থেকে কয়লা অপসারণ

পশুরে ডুবে যাওয়া কার্গো থেকে কয়লা অপসারণ

মোংলার পশুরে ডুবে যাওয়ার সাতদিন পর এমভি বিবি -১১৪৮ থেকে কয়লা অপসারণ কাজ শুরু করেছে ডুবুরি দল।

রোববার সকাল থেকে কয়লা অপসারণ কাজ শুরু হয়।

কয়লা অপসারণ শেষ হলে দ্রুত সময়ের মধ্যে নৌযানটি বন্দর চ্যানেল থেকে সরিয়ে নেওয়া হবে। এমভি বিবি -১১৪৮ এর মাস্টার মো. ওমসান আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

২৭ ফেব্রুয়ারি রাতে মোংলা বন্দরে বিদেশি জাহাজ এম ভি জসকো থেকে ৭শ মে: টন কয়লা বোঝাই করে এম ভি বিবি-১১৪৮ যশোরের নওয়াপাড়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। পথিমধ্যে রাত ১১টার দিকে মোংলার পশুর নদীর বানীশান্তা ও কানাইনগর এলাকায় পৌঁছালে তলা ফেটে কার্গোটি ডুবে যায়।