• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১০, ২০১৯, ০৭:৫০ পিএম

সাতক্ষীরায় দ্বিতীয় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

সাতক্ষীরায় দ্বিতীয় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

 

সাতক্ষীরায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে আব্দুস সবুর মোল্লা (৫২) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় সাতক্ষীরা জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদার এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আব্দুস সবুর মোল্লা কলারোয়া উপজেলার কুমারনাল গ্রামের বাসিন্দা।

মামলার বাদী জালাল উদ্দিন জানান, সবুর মোল্লার সঙ্গে তার বোন রোমেছার বিয়ে হয়। বিয়ের পর তারা জানতে পারেন সবুরের আরো একজন স্ত্রী আছে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মাঝে মাঝে ঝগড়া হতো। পরে তার ভগ্নিপতি কুমারনাল গ্রামে প্রথম স্ত্রীকে রেখে তার বোনকে নিয়ে মুরারিকাটি বাসায় থাকতো।

রোমেছা এলজিইডি প্রকল্পের কাজ করতো। বেতন পাওয়ার পর তার ভগ্নিপতি বেতনের টাকা নেওয়ার জন্য তার বোনকে মারধর করতো। তিনি বলেন, গত ২০১২ সালের ২০ আগস্ট বেতনের টাকা না দেওয়ায় তার বোনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। সেসময় এলাকাবাসী তার ভগ্নিপতিকে আটক করে পুলিশে সোপর্দ করে। এঘটনায় আব্দুস সবুর মোল্লা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন কলারোয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফকির আজিজুর রহমান আসামি আব্দুস সবুর মোল্লার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

সাতক্ষীরা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট তপন কুমার দাশ জাগরণকে জানান, স্ত্রী রোমেছা খাতুনকে হত্যার দায়ে সবুর মোল্লার মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। এ মামলায় নয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার আদেশ দিয়েছেন। রায় ঘোষণার সময় আব্দুস সবুর মোল্লা পলাতক ছিলেন।

এসজেড