• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মার্চ ২১, ২০২১, ০৯:২০ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২১, ২০২১, ০৯:২০ পিএম

বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মা ও মেয়ের মুত্যু হয়েছে।

রোববার (২১ মার্চ) দুপুর ২টার দিকে জেলার দুপচাঁচিয়া উপজেলার পশ্চিম আলোহালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের ইউনুস আলীর স্ত্রী পাপিয়া খাতুন (৩৫) ও তার মেয়ে সোনালী খাতুন (৭)। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মা ও মেয়ে বাসায় গোসল করতে গিয়ে পানি উত্তোলনের জন্য বৈদ্যুতিক মটারের সুইচে হাত দিলে পাপিয়া খাতুন বিদ্যুতায়িত হন। এসময় তিনি ছটফট শুরু করলে মেয়ে সোনালী চিৎকার দিয়ে মাকে জড়িয়ে ধরে সেখান থেকে সরিয়ে নিতে গেলে সেও বিদ্যুতায়িত হন। মেয়ের চিৎকারে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী জানান, মা ও মেয়ের মরদেহ হাসপাতালে রয়েছে। ধারণা করা হচ্ছে ওই বাসার বৈদ্যুতিক লাইনের ত্রুটি থেকে দুঘটনা ঘটতে পারে।