• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মার্চ ২৪, ২০২১, ০৪:৫৫ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৪, ২০২১, ০৪:৫৫ পিএম

সর্বহারা পার্টির পোস্টারিং নিয়ে আতঙ্ক

সর্বহারা পার্টির পোস্টারিং নিয়ে আতঙ্ক

বগুড়ার নন্দীগ্রামে নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা সর্বহারা পার্টির নামে পোস্টার লাগানো হয়েছে। এ সময় বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটানো হয়। প্রায় ২০ বছর পর ওই বাজারে পুনরায় নিজেদের উপস্থিতি জানান দিল সর্বহারা পার্টি। বাজারে পোস্টার সাঁটানো দেখে এলাকার মানুষের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে।

মঙ্গলবার (২৩ মার্চ) গভীর রাতে নন্দীগ্রাম সদর ইউনিয়নের সিমলা বাজারে এ ঘটনা ঘটেছে। সর্বহারা পার্টির ৫ সদস্য মুখোশ পরে বাজারে পোস্টার সাঁটায় ও বিস্ফোরণ ঘটায় বলে জানিয়েছে স্থানীয় নৈশ প্রহরীরা।

স্থানীয়রা জানান, নন্দীগ্রাম উপজেলা সদর থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে সিমলা বাজারে নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা সর্বহারা পার্টির নামে দেয়ালে দেয়ালে পোস্টার লাগানো হয়। বুধবার (২৪ মার্চ) সকালে বাজারের বিভিন্ন দোকানের দেয়ালে এ পোস্টারগুলো দেখা যায়। পোস্টারে নরেন্দ্র মোদির বিরুদ্ধে গণপ্রতিরোধের আহ্বানসহ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনে গণবিরোধী কর্মসূচি প্রতিহত করার কথা বলা হয়। পোস্টার দেখে স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

সিমলা বৈশাখি বাজার কমিটির সভাপতি এনামূল হক টগর ফোনে জানান, “নাইটগার্ড বলেছে, গভীর রাতে তারা ৪ থেকে ৫টি পোস্টার লাগায়। বাজারে প্রায় ১৯৬টি দোকান রয়েছে। এখন দোকান পাট খোলা রয়েছে। আতঙ্ক একটু রয়েছে।”

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, “মঙ্গলবার রাত ২টার দিকে ৫ জন মুখোশ পরা ব্যক্তি সিমলা বাজারে যায়। এরপর কিছু পোস্টার লাগিয়ে কয়েকটি পটকা ফুটিয়ে চলে যায়। তাদের বিষয়ে তথ্যানুসন্ধানে তৎপরতা চালানো হচ্ছে।”