• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০১৯, ১০:৪১ এএম

দৌলতদিয়া-পাটুরিয়া ও মাওয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

দৌলতদিয়া-পাটুরিয়া ও মাওয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
ফাইল ফটো

 

ঘন কুয়াশায় বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে দৌলতদিয়া-পাটুরিয়া ও মাওয়া নৌরুটে। শনিবার সকাল আটটার দিকে মাওয়া নৌরুটে এবং নয়টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু হয়। 

বিআইডব্লিটিসি কন্ট্রোল রুম সূত্র দৈনিক জাগরণকে জানায়, নৌ দুর্ঘটনা এড়াতে শনিবার ভোর চারটা থেকে মাওয়া নৌরুটে এবং সকাল ৭টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। ঘন কুয়াশার কারণে এর আগে যাত্রী ও যানবাহন নিয়ে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে মাঝ নদীতে আটকা পড়ে ৬টি ফেরি। পরে সকাল ৮টা থেকে মাওয়া নৌরুটে এবং এবং ৯টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়।

এদিকে ফেরি দুই ঘণ্টা বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটে যানবাহনের চাপ কিছুটা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

আরআই