• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২৮, ২০২১, ০৪:৫৭ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৮, ২০২১, ০৪:৫৭ পিএম

পুলিশ-হেফাজত সংঘর্ষে ওসিসহ আহত ৩০

পুলিশ-হেফাজত সংঘর্ষে ওসিসহ আহত ৩০

হবিগঞ্জের আজমিরীগঞ্জে পুলিশ ও হেফাজত কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ সময় হেফাজত কর্মীরা পুলিশের একটি ভ্যান ভাঙচুর ও দুইটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

রোববার (২৮ মার্চ) বেলা ১২টার দিকে আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কের নোয়াগড় এলাকায় এ ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কের নোয়াগড় এলাকায় হেফাজত ইসলামের সমর্থকেরা রাস্তায় ব্যারিকেড দিয়ে রাখে। এ সময় পুলিশ তাদের বাধা দিলে হেফাজতের সমর্থকরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে। এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। তারা পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর ও দুটি মোটরসাইকেলে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়। 

হেফাজত সমর্থকদের হামলায় আহত হন আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলামসহ আরো ৫ পুলিশ সদস্য।

এক পর্যায়ে হেফাজত সমর্থরা মাইকে ঘোষণা দিয়ে আবারও পুলিশের ওপর হামলা চালায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩৩ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। পরে হেফাজত কর্মীরা পিছু হটতে বধ্য হয়।

এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবু হানিফ জানান, হেফাজত কর্মীদের হামলায় ওসি নুরুল ইসলামসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উপজেলার বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে।