• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২১, ১০:৩৫ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৮, ২০২১, ০২:১৬ পিএম

‘শিশুবক্তা‍‍’ মাদানির বিরুদ্ধে র‌্যাবের মামলা

‘শিশুবক্তা‍‍’ মাদানির বিরুদ্ধে র‌্যাবের মামলা

‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) এই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। 

বুধবার গাজীপুরের গাছা থানায় মাদানির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। এর আগে সকালে নেত্রকোনার গ্রামের বাড়ি থেকে মাদানীকে আটক করে গাজীপুরের গাছা থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মামলায় মাদানির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দেওয়াসহ ওয়াজের নামে অন্য ধর্ম, নারীবিদ্বেষী বক্তব্য দেওয়ার অভিযোগ আনা রয়েছে।

এর আগেও একবার পুলিশ মাদানিকে আটক করেছিল। গত ২৫ মার্চ শাপলা চত্বর থেকে তাকে আটক করে পুলিশ। পরে ‘শিশু’ মুচলেকা দিয়ে ছাড়া পান মাদানি।