• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১২, ২০২১, ১২:৫৪ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১২, ২০২১, ১২:৫৭ পিএম

মেয়রের বিরুদ্ধে নার্সের ধর্ষণ মামলা

মেয়রের বিরুদ্ধে নার্সের ধর্ষণ মামলা

বিয়ের প্রলোভন দেখিয়ে দুই বছর ধরে ধর্ষণের অভিযোগ এনে রাজশাহীর পুঠিয়ায় পৌর মেয়র ও বিএনপি নেতা আল মামুন খানের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন এক নার্স (২৭)।

রোববার (১১ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ধর্ষণের মামলা করেন ওই নার্স।

ভুক্তভোগী ওই নার্স বলেন, “আমি পুঠিয়া সদরের একটি ক্লিনিকে কাজ করতাম। বর্তমানে ঢাকায় একটি সরকারি হাসপাতালে নার্স হিসেবে কাজ করছি। পুঠিয়ায় কাজ করার সময় বর্তমান মেয়র আল মামুন খান বিয়ের প্রলোভন দিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করে। বর্তমানে আমি সন্তানসম্ভবা। বিষয়টি জানালে তিনি আমাকে পুঠিয়া আসতে বলেন। কিন্তু রোববার বিকেলে পুঠিয়ায় আসামাত্র কয়েকজন যুবক আমাকে জোর করে মেয়রের চেম্বারে তুলে নিয়ে যায়। সেখানে আমাকে গর্ভপাত করাতে চাপ দেয়। রাজি না হওয়ায় তারা আমাকে মারধর শুরু করে। পরে পুলিশ এসে আমাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।”

এ বিষয়ে মেয়র আল মামুন খানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। 

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন মেয়রের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, “গতকাল সন্ধ্যায় খবর পেয়ে মেয়রের ব্যক্তিগত অফিস থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। রাত ১১টার দিকে ওই মেয়ে বাদী হয়ে মেয়রকে আসামি করে ধর্ষণ মামলা করেন।”