• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১২, ২০২১, ০৩:২৮ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১২, ২০২১, ০৩:৩৮ পিএম

চ্যানেল আইয়ের ক্যামেরাম্যানকে মারধর

চ্যানেল আইয়ের ক্যামেরাম্যানকে মারধর

সংবাদ সংগ্রহের সময় চ্যানেল আইয়ের ক্যামেরাপারসন রমজান আলী রুবেলকে মারধর করেছেন গাজীপুরের শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের কাশেমপুর বাজারে কলিম উদ্দিন মেম্বার। 

সোমবার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী রমজান আলী রুবেল অভিযোগ করেন, “সরকারি বনের জমি দখল ও অবৈধ করাতকলের ছবি তুলতে যাই। এ বিষয়ে কাওরাইদ ইউনিয়নের ১ নম্বর ইউপি সদস্য কলিম উদ্দিনের কাছে বক্তব্য নিতে গেলে মেম্বারসহ তার ছেলের নেতৃত্বে আমাকে মারধর করা হয়েছে।”

এদিকে এ বিষয়ে কাওরাইদ ইউনিয়ন পরিষদের ১ নম্বর ইউপি সদস্য কলিম উদ্দিন বিষয়টি অস্বীকার করে বলেন, “আমি বাড়িতে ছিলাম, পরে ঘটনাস্থলে গিয়ে দেখি তাকে মারধর করা হয়েছে।”

কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ বলেন, “আইন হাতে তুলে নেওয়া কারও জন্যই কাম্য নয়। ইউপি সদস্য কলিম উদ্দিন যদি কোনো ফৌজদারি অপরাধ করে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”

এ বিষয়ে শ্রীপুর থানার এসআই নাজমুর রহমান জানান, “ঘটনাস্থলে গিয়ে রুবেলকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তিনি এখন নিরাপদে আছেন।”