• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২১, ১০:২৮ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৩, ২০২১, ১১:১২ এএম

বাঘের থাবায় প্রাণ গেল বাওয়ালির

বাঘের থাবায় প্রাণ গেল বাওয়ালির

সুন্দরবনের বাঘের আক্রমণে সিরাজুল ইসলাম (৫০) নামের এক বাওয়ালির মৃত্যু হয়েছে। সোমবার (১২ এপ্রিল) সন্ধ্যায় মেটিরখাল নামক স্থানে ওই ব্যক্তির দেহের অবশিষ্ট অংশ খুঁজে পেয়েছেন তার স্বজনরা। 

সুন্দরবনের কোবাদক ফরেস্ট স্টেশনের কর্মকর্তা নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত সিরাজুল ইসলাম খুলনার কয়রা সদর ইউনিয়নের গোবরা গ্রামের মৃত আদম আলী সরদারের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল সাতক্ষীরা রেঞ্জের কোপাদক ফরেস্ট স্টেশন থেকে পাস নিয়ে সাত সদস্যের একটি বাওয়ালি দল পুষ্পকাটি অভয়ারণ্য এলাকায় প্রবেশ করে। রোববার (১১ এপ্রিল) দুপুরের দিকে সিরাজুলের ওপর বাঘ আক্রমণ করে এবং তাকে নিয়ে চলে যায়। পরে তার স্বজনরা খোঁজাখুঁজির একপর্যায়ে সোমবার সন্ধ্যায় মেটিরখাল নামক স্থানে তার শরীরের অবশিষ্ট অংশ খুঁজে পায়।