• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ৯, ২০১৮, ০৯:০৬ পিএম

নড়াইল সদর হাসপাতালে বাড়ছে নিউমোনিয়া রোগী

নড়াইল সদর হাসপাতালে বাড়ছে নিউমোনিয়া রোগী

 

গত ২ মাস ধরে নড়াইলের বিভিন্ন এলাকায় শিশুদের নিউমোনিয়া রোগ বৃদ্ধি পেয়েছে। পাওয়ায় সদর হাসপাতালে দিন দিন নিউমোনিয়া রোগীর সংখ্যা বাড়ছে । যার ফলে প্রতিদিন নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসছে নতুন নতুন রোগী। প্রতিটি বেডে ৩ থেকে ৪ জন শিশুকে চিকিৎসা দিতে গিয়ে হিমসিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২ মাস ধরে নিউমোনিয়া রোগীর সংখ্যা বেড়েই চলছে। এর মধ্যে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে চিকিৎসা নিয়েছে কয়েকশ’ নিউমোনিয়া রোগী। অথচ হাসপাতালের শিশু ওয়ার্ডে বর্তমানে মোট বেডের সংখ্যা ১১টি। প্রতিদিন গড়ে চিকিৎসা নিতে আসছে ২০ থেকে ২২ জন শিশু। ১১টি বেডের বিপরীতে শিশু ভর্তি আছে অর্ধশতাধিক। এর মধ্যে নিউমোনিয়া রোগীর সংখ্যা ৪২ জন।

লোহাগড়া উপজেলার মিঠাপুর গ্রামের পরি খানম জানান, তার মেয়ে নুসরাতের বয়স সাড়ে ৪ মাস। নিউমোনিয়া হওয়ায় ২ দিন আগে তাকে নিয়ে হাসপাতালে ভর্তি হলেও এখনও বেড  পাননি।  অনেক কষ্ট করে মেয়ের চিকিৎসা করাচ্ছেন তিনি।
 
নড়াইল পৌর এলাকার পপি খানম জানান, মেয়ের নিউমোনিয়া হয়েছে। তাকে নিয়ে হাসপাতালে ভর্তিও হয়েছি। এরপরও অনেক টেনশন হচ্ছে। তাছাড়া একটি বেডে তিন থেকে  চার জন শিশুকে রেখে চিকিৎসা দেওয়ায় কষ্ট হচ্ছে তাদের।  

নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আ ফ ম মশিউর রহমান বাবু বলেন, বেশ কিছুদিন ধরে হাসপাতালে নিউমোনিয়া রোগীর সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। হঠাৎ শীত পড়তে শুরু করায় এই ধরনের রোগীর সংখ্যা আরও বাড়তে পারে। 

এসসি/