• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২১, ১০:৫৯ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২০, ২০২১, ১০:৫৯ এএম

পুলিশের সহায়তায় মায়ের কোলে ফিরল ৩ মাসের শিশু

পুলিশের সহায়তায় মায়ের কোলে ফিরল ৩ মাসের শিশু

কুড়িগ্রামের চিলমারীতে পুলিশের সহায়তায় মায়ের কোলে ফিরেছে সানজিদা আক্তার সুরভি নামের তিন মাসের এক দুধের শিশু। 

সোমবার রাতে (১৯ এপ্রিল) শিশুটিকে উদ্ধার করে মা মোছলেমা বেগমের হাতে তুলে দেয় পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার হরিনার চর গ্রামে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই গ্রামের জামালে ছেলে সুজন মিয়ার সঙ্গে দুই বছর আগে একই এলাকার মতিয়ার রহমানের মেয়ে মোছলেমার বেগমের বিয়ে হয়। তিন মাস আগে তাদের ঘরে কন্যা সন্তান জন্ম হয়। এর মধ্যে রোববার (১৮ এপ্রিল) দুপুরে দিকে দাম্পত্য কলহের জের ধরে মোছলেমাকে ঘর থেকে বের করে দেয় স্বামীর সুজন মিয়া। তিন মাস বয়সের শিশুকে রেখে মোছলেমা বেগমকে ভয়ভীতি ও মারধর করে সুজন মিয়া। পরে মোছলেমা হয়ে বাবার বাড়িতে চলে যায়। 

পরে গত (১৯ এপ্রিল) রাতে চিলমারী থানায় গিয়ে মোছলেমা বিস্তারিত বিষয় জানায়। তাৎক্ষণিক ভাবে চিলমারী থানা পুলিশ দুধের শিশুকে উদ্ধার করে তার মায়ের কাছে হস্তান্তর করে। 

চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, আনোয়ারুল ইসলাম বলেন, “ওই নারী গতরাতে থানায় এসে জানায়, তার তিন মাসের শিশুকে আটকে রেখে তাকে ঘর থেকে বের করে দিয়েছে তার স্বামী। আমরা তাৎক্ষণিক ভাবে রাতেই শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছি।”