• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২১, ০২:৩৫ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২০, ২০২১, ০২:৩৫ পিএম

রাতের আঁধারে জমির ধান কেটে নিয়ে গেল প্রতিপক্ষ

রাতের আঁধারে জমির ধান কেটে নিয়ে গেল প্রতিপক্ষ

নওগাঁর রাণীনগরের পূর্বশত্রুতার জেরে রাতের আধারে কৃষকের জমির কেটে নেয়ার অভিযোগ উঠেছে। 

রোববার (১৮ এপ্রিল) রাতে উপজেলার নারায়নপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার (১৯ এপ্রিল) বিকেলে ভুক্তভোগী কৃষক এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।

জমির মালিক আব্দুল গফুরের ছেলে রুবেল আকন্দ জানান, ১০ বছর ধরে নারায়নপাড়া মাঠে ১ একর ২৩ শতাংশ ধানী জমি ভোগ দখল করে আসছেন তারা। কিন্তু কিছুদিন আগে একই গ্রামের আফজাল হোসেনের ছেলে বছির আলী মিঠু ওই জমির মালিকানা দাবি করেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব চরছিল। এর মধ্যে রোববার রাতের আঁধারে মিঠু জমির আধা-পাকা ধান কেটে নিয়ে যায়। 

এদিকে বছির আলী মিঠু বলেন, “ওই জমিগুলো ৮ মাস আগে আমি জমির মালিকের অংশীদারের কাছ থেকে কিনেছি। জমির ধানও আমি রোপণ করেছি। তাই রাতে আমি ধান কেটে রেখে পরের দিন সকালে বাড়িতে নিয়ে এসেছি।” 

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন আকন্দ বলেন, “অভিযোগের প্রেক্ষিতে ফোর্স সরেজমিনে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন এবং তদন্ত করে এসেছে। তবে উভয় পক্ষই বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে বসে দ্রুত সমাধান করার আশ্বাস দিয়েছে। যদি বিষয়টি তারা নিজেরা সমাধান করতে না পারে সেই ক্ষেত্রে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”