• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২১, ০৪:৫০ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২০, ২০২১, ০৪:৫৪ পিএম

মামুনুলের জন্য জিহাদের ডাক দিয়ে গ্রেপ্তার ছাত্রদলকর্মী

মামুনুলের জন্য জিহাদের ডাক দিয়ে গ্রেপ্তার ছাত্রদলকর্মী

মাগুরার মহম্মদপুরে ফেসবুক আইডির মাধ্যমে জিহাদের ডাক দেওয়ার ঘটনায় শাহীন বিপ্লব (২১) নামের এক ছাত্রদলকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার রাতে (১৯ এপ্রিল) উপজেলার বড়রিয়া গ্রামের পশ্চিম পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিপ্লব বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামের শাহজাহান সর্দারের ছেলে ও ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের সম্মান শ্রেণির ছাত্র। তিনি ছাত্রদলের সক্রিয়কর্মী।

এ ঘটনায় পুলিশ তার বিরুদ্ধে মহম্মদপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস জানান, হেফাজত নেতা মামুনুল হককে গ্রেপ্তারের পর নিজের ফেসবুক ১৯ এপ্রিল রাতে গ্রেপ্তারের বিরোধিতা করে স্ট্যাটাস দেয় শাহীন বিপ্লব। সেখানে জেহাদের আহবান জানিয়ে তা প্রচার করেন।

ওসি আরো জানান, বিপ্লবের বিরুদ্ধে পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বাদী হয়ে সোমবার সন্ধ্যায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। পরে উপজেলার বড়রিয়া গ্রামের পশ্চিম পাড়ার নিজ বাড়ি থেকে সোমবার রাত ১০টার দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে বিপ্লবকে জেল হাজতে পাঠানো হয় বলে জানিয়েছেন ওসি।