• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২২, ২০২১, ১২:৫১ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২২, ২০২১, ০৯:২৬ এএম

বন্দরে গাড়ি ঢুকবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত

বন্দরে গাড়ি ঢুকবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত

করোনার দোহাই দিয়ে পঞ্চগড়ের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানিকৃত পাথর চড়া দামে বিক্রি হচ্ছে।

এ ঘটনায় পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সুপারিশে পাথরের চাহিদা পূরণে কার্যদিবসে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নতুন সময় বেঁধে দিয়েছে বাংলাবান্ধা স্থলবন্দর কাস্টমস কর্তৃপক্ষ।

বুধবার (২১ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা।

সভাপতি বলেন, “কিছু অসৎ ব্যবসায়ী পাথরের দাম বাড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে দাম যেন না বাড়ানো হয় এবং সরকারের রাজস্ব আয় নিশ্চিত করতে বিশেষ বিবেচনায় আমদানিকৃত বৈদেশিক গাড়ির প্রবেশ আগের মতো নিশ্চিতকরণে বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট কাস্টমসের উপ কর কমিশনার বরাবর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল।”

“আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা আলী আহসান ২১ এপ্রিল বুধবার থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বৈদেশিক গাড়ি বাংলাদেশে প্রবেশ করবে বলে আমাকে টেলিফোনে নিশ্চিত করেন। এখন থেকে সকাল থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বৈদেশিক গাড়ি প্রবেশ করবে।”