• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২১, ০১:১২ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৮, ২০২১, ১২:১২ পিএম

ধান কেটে কৃষকের বাড়ি পৌঁছে দিলেন ইউপি চেয়ারম্যান

ধান কেটে কৃষকের বাড়ি পৌঁছে দিলেন ইউপি চেয়ারম্যান

ময়মনসিংহের গফরগাঁওয়ে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোস্তফা কামাল মনি। এ সময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

রোববার (২৫ এপ্রিল) সকালে মশাখালী ইউনিয়নের কান্দি গ্রামের কৃষক তোফাজ্জল হোসেনের এক বিঘা জমির ধান কেটে দেন তারা। 

জানা যায়, তোফাজ্জল হোসেন তার ক্ষেতের পাকাধান অর্থ ও শ্রমিক সংকটের কারণে কাটতে পারছিলেন না। বিষয়টি জানতে পেরে তার ক্ষেতের ধান কাটার কাজে যোগ দেন ইউপি চেয়ারম্যান মনিসহ স্থানীয় আওয়ামী লীগ, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগের কয়েকশ নেতা-কর্মী।

মোস্তফা কামাল মনি বলেন, “করোনা মহামারী কালে দরিদ্র কৃষক যখন শ্রমিকের মজুরি দিয়ে ধান কাটতে পারছে না, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমার এলাকার দরিদ্র কৃষক তোফাজ্জল হোসেনের এক বিঘা জমির ধান স্থানীয় আওয়ামীলীগও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃত্বে কেটে বাড়ি পৌঁছে দিই।”