• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২১, ০৪:১০ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৯, ২০২১, ০৪:১০ পিএম

ট্রাক-ট্রাক্টরের সংঘর্ষে নিহত ১

ট্রাক-ট্রাক্টরের সংঘর্ষে নিহত ১

বগুড়ায় ট্রাক-ট্রাক্টরের সংঘর্ষে আব্দুর রশিদ (৫৭) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার জন। 

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বেলা ১১ টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের জেলার আদমদিঘী উপজেলার ইন্দোইল খড়িব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত রশিদ নওগাঁ জেলার বোয়ালিয়া ইউনিয়নের খয়রাবাজ গ্রামের মৃত কোরবান আলীর ছেলে। আহতরা হলেন রনি, আসলাম, সিরাজ ও ঝিনুক। 

স্থানীয়রা জানায়, নওগাঁ থেকে চাল বোঝাই একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রাক্টরের চালক-হেলপারসহ পাঁচজন আহত হন। আহতদের উদ্ধার করে আদমদিঘী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে বেলা পৌনে ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শ্রমিক আব্দুর রশিদ মারা যান। 

আদমদিঘী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, চলন্ত অবস্থায় ট্রাকের সাথে ট্রাক্টরের ধাক্কা লাগে। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে এক জনের মৃত্যু হয়।