• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২১, ০৩:২৯ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৩০, ২০২১, ০৩:২৯ পিএম

কৃষকের ধান কেটে মাড়াই করে দিল সেচ্চাসেবকলীগ

কৃষকের ধান কেটে মাড়াই করে দিল সেচ্চাসেবকলীগ

ময়মনসিংহের গফরগাঁওয়ে শ্রমিক ও অর্থ সঙ্কটের কারণে ক্ষেতের ধান ঘরে তুলতে পারছিল না কৃষকরা। এমন সময়ে তাদের পাশে দাঁড়ালেন স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা।

কম্বাইন হার্ভেস্টার মেশিনের সাহায্যে ধান কেটে মাড়াই করে দিয়েছেন তারা। এতে খুশি স্থানীয় কৃষকরা।

শুত্রুবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার ধামাইল গ্রামের কৃষক ফারুখ ঢালী ও সজিবের ১৪০ শতাংশ জমির ধান কেটে মাড়াই করে দেন তারা।

উপজেলা সেচ্ছাসেবকলীগ আহবায়ক আওরঙ্গ হেলাল বলেন, বর্তমান করোনা মহামারীর বিপজ্জনক পরিস্থিতিতে কৃষক যখন শ্রমিকের অভাবে ধান কাটতে পারছে না তখন আমরা এ উদ্যোগ গ্রহণ করি। করোনা পরিস্থিতিতে এ কার্যত্রুম চলমান থাকবে।

উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহবায়ক প্রভাষক ফেরদৌস আহম্মেদ বলেন, আমাদের মাঝে সঙ্কোচ নেই, আমরা নিজেরাও কৃষকের সন্তান। এই দুর্যোগে তাই আমরা দ্বিধাহীনভাবে কৃষকের পাশে থেকে ধান কেটে বাড়ি পৌঁছে দিচ্ছি।