• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১, ২০২১, ০৪:৪৮ পিএম
সর্বশেষ আপডেট : মে ১, ২০২১, ০৫:৩৩ পিএম

কামড় খাওয়ার পর গোখরাসহ হাসপাতালে হাজির যুবক

কামড় খাওয়ার পর গোখরাসহ হাসপাতালে হাজির যুবক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বজলুল আহমেদ নামে এক যুবককে কামড় দেয় সাপ। পরে ওই যুবক সাপসহ হাজির হন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। যুবকের শরীরে বিষ আছে কিনা পর্যাবেক্ষণের জন্য ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৩০ এপ্রিল) রাতে উপজেলার কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

বজলুল আহমেদ আলমডাঙ্গা উপজেলার কামালপুর গ্রামের আসাবুল হকের ছেলে। 

আহত যুবক বজলুল আহমেদ বলেন, “বাড়ির পাশে রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম। হঠাৎ আমার পায়ের কাছে একটি সাপ এসে কয়েকটি কামড় দেয়। পরে আমি নিজেই সাপটিকে পিটিয়ে মেরে ফেলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসি। যেন চিকিৎসক সাপটি দেখে আমার চিকিৎসা করে পারেন।”

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ হোসেন জানান, সাপটি বিষধর গোখরা। সাপের কামড়ে আহত বজলুলকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে সে এখনো শঙ্কামুক্ত কি-না বলা যাচ্ছে না।