• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৩, ২০২১, ০৮:০৫ পিএম
সর্বশেষ আপডেট : মে ৩, ২০২১, ০৮:০৫ পিএম

ময়মনসিংহের দুই হেফাজত নেতার রিমান্ড মঞ্জুর

ময়মনসিংহের দুই হেফাজত নেতার রিমান্ড মঞ্জুর

ময়মনসিংহে গ্রেপ্তার হওয়া হেফাজতে ইসলামের দুই নেতাকে একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৩ মে) বিকেলে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাসুম মিয়া এ আদেশ দেন। রিমান্ডপ্রাপ্ত দুই নেতা হলেন- আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী ও মাওলানা মনজুরুল হক।

কোর্ট ইন্সপেক্টর প্রসূন কান্তি দাশ রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী এবং ইত্তেফাকুল উলামার ময়মনসিংহ জেলা কমিটির যুগ্ম সম্পাদক হাফেজ মাওলানা মনজুরুল হককে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে বিচারক শুনানি শেষে ১ দিন করে রিমান্ডের আদেশ দেন।

এর আগে গত রোববার বিকেলে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদীকে নগরীর মাইজভান্ডারী মাদ্রাসা থেকে এবং মাওলানা মনজুরুল হককে ছোটবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতালের সময় ময়মনসিংহ নগরীর চরপাড়া মোড়ে পুলিশ বক্স ভাঙচুর, বাইপাস সড়কে বাসে আগুন, পুলিশের ওপর হামলাসহ নাশকতার ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা হয়।

 

ওই মামলায় এই দুই হেফাজত নেতাকে গ্রেপ্তার করা হয়।