• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৭, ২০২১, ০৯:৩৮ এএম
সর্বশেষ আপডেট : মে ৭, ২০২১, ১০:৪৭ এএম

হেফাজত নেতা ফয়েজীর বিরুদ্ধে ধর্ষণের মামলা

হেফাজত নেতা ফয়েজীর বিরুদ্ধে ধর্ষণের মামলা

হেফাজত নেতা জাকারিয়া নোমান ফয়েজীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। 

বৃহস্পতিবার (৬ মে) রাত দুইটার দিকে চট্টগ্রামের হাটহাজারী থানায় এক নারী মামলাটি করেন। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

জাকারিয়া নোমান ফয়েজী হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ছিলেন।

মামলায় বলা হয়, ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে ফেসবুকের মাধ্যমে ওই নারীর সঙ্গে জাকারিয়া নোমান ফয়েজীর পরিচয় হয়। মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ চ‍্যাটিংয়ের মাধ্যমে তিনি ওই নারীকে বিয়ের প্রলোভন দেখান এবং হাটহাজারীতে আসতে বলেন। ওই নারী পরে হাটহাজারী এলে ২০১৯ সালের নভেম্বরে ফয়েজী বাসা ভাড়া করে দেন। এক বছর ধরে ভাড়া বাসায় রেখে ফয়েজী ওই নারীকে বিভিন্ন সময় ধর্ষণ করেন।

এর আগে বুধবার (৫ মে) কক্সবাজারের চকরিয়া থেকে ফয়েজীকে গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাকে হাটহাজারী থানার এক সহিংসতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে উপস্থাপন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত বৃহস্পতিবার তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।