• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ৭, ২০২১, ০২:২৯ পিএম
সর্বশেষ আপডেট : মে ৭, ২০২১, ০২:৪৮ পিএম

অবশেষে বরিশালে স্বস্তির বৃষ্টি

অবশেষে বরিশালে স্বস্তির বৃষ্টি

টানা কয়েকদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বরিশাল অঞ্চলে। প্রখর রোদে পুড়েছে প্রকৃতি। টানা কয়েক মাসের অসহনীয় গরমের পর বরিশাল নগরীসহ আশপাশের জেলাগুলোতে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৬ মে) রাত দেড়টার দিকে শুরু হয় বৃষ্টি। এতে নাগরিক জীবনে কিছুটা স্বস্তি এনেছে। শীতল বাতাসে প্রশান্তি বিরাজ করছে বরিশালে।

তবে বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বইতে থাকায় জেলার অনেক এলাকায় বিদ্যুৎ চলে যাওয়ায় কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে রোজাদারদের।

চরমোনাই ইউনিয়নের কৃষক আলী আহসান বলেন, আমরা বৃষ্টির জন্য অনেক অপেক্ষা করেছি। মাঠঘাট ফেটে চৌচির হয়ে গেছে। বৃষ্টির ফলে মাঠে ফসল বেশ ভালো হবে।