• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১০, ২০২১, ০৭:৪২ পিএম
সর্বশেষ আপডেট : মে ১০, ২০২১, ০৭:৪২ পিএম

ঐতিহ্যবাহী শোলাকিয়ায় এবারও হচ্ছে না ঈদের জামাত

ঐতিহ্যবাহী শোলাকিয়ায় এবারও হচ্ছে না ঈদের জামাত

করোনা পরিস্থিতির কারণে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠে এবারও ঈদের জামাত হচ্ছে না।

সোমবার (১০ মে) কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ কমিটির সভাপতি মো. শামীম আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিসি জানান, ঈদগাহ কমিটির সভায় দেশে বর্তমান কোভিড-১৯ সংক্রমণের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। পরে মুসল্লিদের জীবনের ঝুঁকি ও নিরাপত্তার কথা বিবেচনা করে ঈদের জামাত খোলা জায়গার পরিবর্তে মসজিদে আদায় করার সিদ্ধান্ত হয়েছে। তাই একই মসজিদে একাধিক জামাত অনুষ্ঠিত হবে।

মসজিদে জামাতের ক্ষেত্রে স্বাস্থ্যসবিধি মেনে এবং নামাজের জায়গা পরিষ্কার করে নিতে হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, প্রতিবছর দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় এই ঈদগাহে। উৎসবমুখর পরিবেশ ও নির্বিঘ্নে ঈদের জামাত অনুষ্ঠানে এক মাস আগে থেকে নেওয়া হয় প্রস্তুতি। ঈদের জামাতে শোলাকিয়ায় লাখও মুসল্লির সমাগম ঘটে। তবে গত বছর করোনাভাইরাস সংক্রমণ রোধে এখানে ঈদ জামাত বন্ধ রাখা হয়।

জনশ্রতি আছে, ১৮২৮ সালে কিশোরগঞ্জের এই মাঠে ঈদের জামাতে সোয়া লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেন। সেই থেকে এ মাঠের নাম হয় ‘সোয়া লাখিয়া’, যা এখন শোলাকিয়া নামে পরিচিত।