• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১১, ২০২১, ০৬:২৯ পিএম
সর্বশেষ আপডেট : মে ১১, ২০২১, ০৬:২৯ পিএম

খেয়াঘাট যেন মরণ ফাঁদ!

খেয়াঘাট যেন মরণ ফাঁদ!

বরিশালের বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলার মানুষের সরাসরি যোগাযোগের মাধ্যম সন্ধ্যা নদীর শিকারপুর খেয়াঘাট। এটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে।

সরেজমিনে দেখা যায়, খেয়াঘাটে ট্রলার দিয়ে মানুষ ওঠা-নামা করার সিঁড়িটি ভেঙে পড়ে আছে। বালুর বস্তা দিয়ে কোনোমতে মানুষ ওঠা-নামা করছেন। প্রতিদিন কয়েখ হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়েই পার হচ্ছেন।

ঘাটের ইজারাদার মো. শহিদ মাঝি জানান, অল্প কয়েকদিন আগে ঘাটের ইজারা নিয়েছি। সিঁড়িটি সংস্কারে চেষ্টা চলছে।

শিকারপুর বাজারের ব্যাবসায়ী মিজানুর রহমান জানান, তিনি প্রতিদিন দুইবার ওই খেয়াঘাট দিয়ে পারাপার হন। ঘাটের সিঁড়িটি ভেঙে নদীতে পড়ে গেলেও জেলা পরিষদ মেরামত বা সংস্কার করার উদ্যোগ নেয়নি।

বরিশাল জেলা পরিষদে সদস্য এস.এম জামাল হোসেন জানান, বিষয়টি তিনি মৌখিকভাবে শুনেছেন। লিখিত আবেদন করলে জেলা পরিষদ খেয়াঘাটের সিঁড়ি নির্মাণ করবেন।