• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১২, ২০২১, ১১:৫৪ এএম
সর্বশেষ আপডেট : মে ১২, ২০২১, ০১:০৭ পিএম

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে যানবাহনের দীর্ঘ সারি

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে যানবাহনের দীর্ঘ সারি

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি লক্ষ করা গেছে। থেমে থেমে চলছে যানবাহন। ঈদের দিন ঘনিয়ে আসায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলগামী ঈদে ঘরমুখো যাত্রীদের চাপ অব্যাহত রয়েছে। 

বুধবার (১২ মে) সকালে গিয়ে দেখা যায়, ঝুঁকি নিয়েই গাদাগাদি করে অতিরিক্ত ভাড়া দিয়ে মাইক্রোবাস, প্রাইভেট কার, ট্রাক ও মোটরসাইকেলে করে নিজ গন্তব্যে ছুটছে ঈদে ঘরমুখো মানুষ। মানা হচ্ছে না ন্যূনতম সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি। 

এদিকে জেলার অভ্যন্তরীণ রুটে চলাচলকারী যানবাহনগুলোতে নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। সেখানেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।

কামারখন্দ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহীনুর কবীর জানান, গতকাল রাত থেকে মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে বাস সহ সকল প্রকার যানবাহন খুলে দেয়া হয়েছে। ফলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে।