• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১২, ২০২১, ১২:২৪ পিএম
সর্বশেষ আপডেট : মে ১২, ২০২১, ১২:৪২ পিএম

গরু বিক্রির টাকা নিয়ে স্ত্রী উধাও, স্বামীর বিষপান

গরু বিক্রির টাকা  নিয়ে স্ত্রী উধাও, স্বামীর বিষপান

স্বামীর গরু বিক্রির সাড়ে তিন লাখ টাকা নিয়ে স্ত্রী উধাও হয়ে যাওয়ায় স্বামী জাহার আলী বিষপান করে আত্মহত্যা করেছেন।

বুধবার (১২ মে) সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জানা গেছে, সোমবার (১০ মে) রাতে গরু বিক্রির সাড়ে তিন লাখ টাকা নিয়ে জাহার আলীর দ্বিতীয় স্ত্রী পালিয়ে যান। এ ঘটনায় তিনি মঙ্গলবার (১১ মে) বিকেলে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সদর হাসপাতালের কার্ডিওলজি কনসালট্যান্ট ডা. আবুল হোসেন তাকে মৃত ঘোষণা করেন।

জাহার আলীর প্রথম স্ত্রী সামেনা খাতুন বলেন, “আমার স্বামীর গরু বিক্রির টাকা তার দ্বিতীয় স্ত্রী আত্মসাৎ করে পালিয়ে গেছে। টাকাগুলো গরু ব্যাপারীদের। গরুর ব্যাপারীরা টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দেন। টাকা ফেরত দিতে না পারার কারণে তিনি বিষপান করে আত্মহত্যা করেছেন।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান বলেন, “গরু ব্যবসায়ী জাহার আলী বিষপানে আত্মহত্যা করেছেন বলে শুনেছি। তার পরিবার মামলা করলে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”