• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৩, ২০২১, ০৯:৪৪ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৩, ২০২১, ০৯:৪৮ পিএম

কোয়ারেন্টিন সেন্টারেই কাটবে তাদের ঈদ

কোয়ারেন্টিন সেন্টারেই কাটবে তাদের ঈদ

মাগুরায় বাধ্যতামূলক  হোটেল কোয়ারেন্টিনে ঈদ করবেন বিভিন্ন এলাকার ১০০ জন। কোয়ারেন্টিনের ১৪ দিন শেষ না হওয়ায় সেখানেই ঈদ করতে হচ্ছে তাদের।

এ সব মানুষদের অধিকাংশই ভারতে গিয়েছিলেন চিকিৎসার জন্য। তবে দেশটিতে করোনার উচ্চ সংক্রমণের কারণে ফিরে আসতে বাধ্য হয়েছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাগুরায় গত শনিবার রাতে প্রথম ৫০ জনকে শহরের ঈগল ও সৌকত হোটেলে রাখা হয়। সোমবার আরো ৫১ জনকে মন্ডল হোটেলসহ দুটি হোটেলে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখে জেলা প্রশাসন।

এভাবে ঈদ করতে হচ্ছে, তাই তাদের অধিকাংশই বিষণ্ণ। তবে অনেকে বাস্তবতাকে মেনে নিয়েছেন। দেশ ও দশের ভালোর কথা চিন্তা করে।

কোয়ারেন্টিনে থাকা এক নারী বলেন, ‘স্বামীর সঙ্গে ভারত গিয়েছিলাম। দুজনই গিয়েছিলাম চিকিৎসার কাজে। এক মাস থেকেছি। চিকিৎসা বাকি ছিল। কিন্তু ওখানকার ডাক্তার বললেন, করোনা কমলে তিনি দেখবেন। তাই চলে এসেছি। এসেই তো আটকে গেলাম। বাড়িতে ছোট একটা মেয়ে আছে। তার কথা ভেবেই খারাপ লাগছে।’

আরেকজন বলেন, ‘কী আর করার আছে। সবাইকে নিরাপদ রাখতে আমাদের এটা মানতেই হবে। এই ঈদ না হয় এভাবেই বন্দি হয়ে কাটালাম। বেঁচে থাকলে অনেক আনন্দ করা যাবে।’

মাদারীপুরের এ যুবক বলেন, ‘আমি এখানে আটকে পড়েছি আর পরিবারের সবার ধারণা আমার করোনা হয়েছে। ফোনে বলেছে ১৪ দিন ওখানে (মাগুরায়) থেকেই বাড়ি আস। অথচ কাল ঈদ।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছিন কবীর বলেন, মানবিক দিক বিবেচনা করে জেলা প্রশাসক নির্দেশ দিয়েছেন তাদের যেন ঈদে ঠিক মতো আপ্যায়নের ব্যবস্থা করা হয়। শুধু ঈদ নয়, যে কয়দিন মাগুরাতে কোয়ারেন্টিনে থাকবেন সেই কয়দিন তাদের খাবার ও স্বাস্থ্য বিষয়ে সহযোগিতা করবে জেলা প্রশাসনসহ উপজেলা পরিষদ।

তবে শারীরিক জটিলতা ছাড়া করোনার কোনো লক্ষণ তাদের মধ্যে পাওয়া যায়নি বলে জানান তিনি।