• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৪, ২০২১, ০৩:৪৫ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৪, ২০২১, ০৪:০১ পিএম

চট্টগ্রাম নগরী বৃষ্টির পানিতে থই থই

চট্টগ্রাম নগরী বৃষ্টির পানিতে থই থই

ঈদের দিন চট্টগ্রাম নগর বৃষ্টিতে ডুবে যায়। শুক্রবার (১৪ মে) সকাল থেকে বৃষ্টি শুরু হয়।


গত ২৪ ঘণ্টায় ২৭ দশমিক ছয় মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাতে তলিয়ে গেছে নগরীর নিম্নাঞ্চল। 

বৃষ্টিতে নগরে বড় ধরনের জলাবদ্ধতা দেখা দিয়েছে। শহরের আগ্রাবাদ, হালিশহর, গোসাইলডাঙ্গা, সল্টগোলা, মুরাদপুর, পতেঙ্গা, মোগলটুলি, নয়াবাজার, চাক্তাই, খাতুনগঞ্জ, মুরাদপুর, কাপাসগোলা, রহমতগঞ্জ, হেম সেন লেন, জামালখান, চরচাক্তাই, বাকলিয়া, মাস্টারপুল, দুই নম্বর গেট, প্রবর্তক, পাঁচলাইশ, বহদ্দারহাট, চান্দগাঁও, অক্সিজেন মোড়সহ বিভিন্ন এলাকায় পানি জমে ছিল। কিছু কিছু এলাকায় যান চলাচল বন্ধ ছিল।

আবহাওয়াবিদ আব্দুল হামিদ জানান, আট বিভাগের কোথাও কোথাও দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির পূর্বাভাসও রয়েছে।

এদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং খুলনা, রাজশাহী ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।