• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৫, ২০২১, ১২:০৪ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৫, ২০২১, ১২:২১ পিএম

আট বছর পর বাঘের থাবায় ছেলেও মারা গেলেন

আট বছর পর বাঘের থাবায় ছেলেও মারা গেলেন

সাতক্ষীরায় বাঘের হামলায় রেজাউল করিম (৩৫) নামের এক মৌয়াল নিহত হয়েছেন।

শুক্রবার (১৪ মে) সন্ধ্যায় শ্যামনগর উপজেলার পশ্চিম সুন্দরবনের বুড়িগোয়ালিনী স্টেশনের নোটাবেকি এলাকায় এ ঘটনা ঘটে।

রেজাউল উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামের মৃত ইসলাম সরদারের ছেলে। আট বছর আগে মধু সংগ্রহ করতে গিয়ে সুন্দরবনের একই এলাকায় তার বাবাও বাঘের হামলায় প্রাণ হারান।

বুড়িগোয়ালিনী গ্রামের এক মৌয়াল জানান, ৮ মে বুড়িগোয়ালিনী স্টেশন থেকে পাস (অনুমতি) নিয়ে রেজাউলসহ পাঁচজন মৌয়াল মধু সংগ্রহের জন্য সুন্দরবনে যান। শুক্রবার সন্ধ্যায় নোটাবেকি এলাকায় একটি বাঘ রেজাউলের ওপর হামলা চালায়। অন্য মৌয়ালরা বাঘকে আঘাত করে তাকে ছাড়িয়ে নেন। কিন্তু ছাড়িয়ে নেওয়ার পর রেজাউলকে মৃত অবস্থায় পাওয়া যায়। আট বছর আগে মধু সংগ্রহ করতে গিয়ে রেজাউলের বাবাও বাঘের হামলায় নিহত হয়েছিলেন।

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের কর্মকর্তা সুলতান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।