• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ১৫, ২০২১, ০৬:০৪ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৫, ২০২১, ০৬:০৪ পিএম

গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, মা ও ছেলে নিহত

গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, মা ও ছেলে নিহত

গোপালগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মা ও ছেলে নিহত হয়েছেন। এসময় আরও দুইজন আহত হয়েছেন।

শনিবার (১৫ মে) বিকালে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার চর পাথালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের তারআলী মোল্যার স্ত্রী মরিয়ম বেগম (৪২) ও ছেলে প্রাইভেটকার চালক মহিদুল মোল্যা (৩৫)।

গোপালগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, একই পরিবারের ৮ সদস্য প্রাইভেটকারে টুঙ্গিপাড়া মাজার এলাকায় ঘোরাঘুরি শেষে বাড়ি ফিরছিলেন। এসময় প্রাইভেটকারটি সদর উপজেলার চর পাথালিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে মহাসড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে চালক মহিদুল মোল্যা মারা যান।

পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে মা মরিয়ম বেগম মারা যান। মারাত্মক আহত মহিদুলের দুই খালাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।