• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ১৫, ২০২১, ০৯:৩৬ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৫, ২০২১, ০৯:৩৬ পিএম

ফরিদপুরে দুই সহযোগীসহ ডাকাত সর্দার গ্রেপ্তার

ফরিদপুরে দুই সহযোগীসহ ডাকাত সর্দার গ্রেপ্তার

ফরিদপুরে দুই সহযোগীসহ ডাকাত সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ মে) বিকেলে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা। গ্রেপ্তারের নাম খায়রুজ্জামান ওরফে খাজা মাতুব্বর। তিনি সদর উপজেলার ভাটি কানাইপুর গ্রামের মৃত হানিফ মাতুব্বরের ছেলে। তার দুই সহযোগী হলেন— ওই গ্রামের সোহেল মাতুব্বর (২৫) ও মধুখালী উপজেলার ভাটি গোপালদী গ্রামের রাজু পাটোয়ারী (২৫)।

অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা বলেন, ‘গ্রেপ্তার হওয়া খাজার বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজী ও অস্ত্রসহ মোট ১৮টি মামলা রয়েছে। এর মধ্যে অস্ত্র আইনে একটি মামলায় তিনি চার বছর কারাদণ্ড ভোগ করে সাত মাস আগে জেল থেকে ছাড়া পান। খাজার বিরুদ্ধে পুলিশ বর্তমানে তিনটি মামলার তদন্ত করছে। বাকি ১৪টি মামলা বিচারাধীন রয়েছে। খাজার সহযোগী সোহেল মাতুব্বরের বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজীসহ ৮টি মামলা এবং অপর সহযোগী রাজু পাটোয়ারীর বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, ‘গ্রেপ্তার হওয়া খাজা ও তার দুই সহযোগীকে জেলার চিফ ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’