• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৭, ২০২১, ০৯:৪৪ এএম
সর্বশেষ আপডেট : মে ১৭, ২০২১, ১১:১২ এএম

জমি নিয়ে বিরোধের জেরে গৃহবধূ নিহত

জমি নিয়ে বিরোধের জেরে গৃহবধূ নিহত

সাতক্ষীরার কালীগঞ্জ জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় শিরিনা বেগম (৪৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

নিহত শিরিনা বেগম উপজেলার কুশুলিয়া ইউনিয়নের কাজীপাড়া গ্রামের সাদিকুল ইসলামের স্ত্রী। রোববার (১৬ মে) বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের স্বামী সাদিকুল ইসলাম জানান, ৫ শতক জমি নিয়ে ছোট ভাই মনিরুল ইসলামের (৪০) সঙ্গে তার (সাদিকুলের) দীর্ঘদিনের বিরোধ ছিল। এরই সূত্র ধরে বুধবার (১২ মে) রাত ১১টার দিকে লাঠি ও রড নিয়ে মনিরুলসহ সাত-আটজন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। ওই সময়ে লাঠির আঘাতে স্ত্রী শিরিনা বেগমের হাত ও পায়ের একটি আঙুল ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে রোববার শিরিনাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে কালীগঞ্জে ফেরার পথে পারুলিয়া নামক স্থানে ওই গৃহবধূর মৃত্যু হয়।

খবর পেয়ে কালীগঞ্জ থানা-পুলিশ গৃহবধূর বাড়িতে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

কালীগঞ্জ থানার-পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে কারা জড়িত, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহ সোমবার সকালে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। রিপোর্ট পাওয়ার পরে বিস্তারিত জানা যাবে।