• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৭, ২০২১, ০৭:৫৮ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৮, ২০২১, ০২:১৫ পিএম

পুলিশ কর্মকর্তার বাড়িতে হামলা, গ্রেপ্তার ২

পুলিশ কর্মকর্তার বাড়িতে হামলা, গ্রেপ্তার ২

কুমিল্লার চৌদ্দগ্রামে এক পুলিশ কর্মকর্তার বাড়িতে হামলার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৭ মে) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- উপজেলার গোলপাশা ইউনিয়ন পরিষদের সদস্য মো. বেলাল হোসাইন ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ বিকেলে উপজেলার ধনুসাড়া এলাকায় ওই পুলিশ কর্মকর্তার বাড়ির সামনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। একপর্যায়ে গোলপাশা ইউপি চেয়ারম্যান কাজী জাফর আহমেদের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এসময় ওই পুলিশ কর্মকর্তার বাড়িতেও হামলা চালানো হয়।

পরে এ ঘটনায় গোলপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ কামাল বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় চেয়ারম্যান কাজী জাফর আহমেদসহ আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০-২৫ জনকে আসামি করে মামলা করা হয়।