• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৩১, ২০২১, ০৮:৩৩ পিএম
সর্বশেষ আপডেট : মে ৩১, ২০২১, ০৮:৩৫ পিএম

দুইপক্ষের গোলাগুলিতে নিহত ২

দুইপক্ষের গোলাগুলিতে নিহত ২

কক্সবাজার শহরের রুমালিয়ারছড়া সিকদার বাজার এলাকায় দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় ২ জন নিহত হয়েছেন। 

সোমবার (৩১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে দুই গ্রুপের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে।

নিহতরা হলেন শহরের রুমালিয়ারছড়ার ঘোনা এলাকার রায়হানুল ইসলাম (২৬) ও টেকপাড়া চৌমুহনী এলাকার শাহেদ (২২)।

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান। 

জানা যায়, শহরের দক্ষিণ রুমালিয়ারছড়ার শীর্ষ সন্ত্রাসী রায়হান বাহিনীর সঙ্গে বিডিআর ক্যাম্প এলাকার আশু বাহিনীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে সোমবার বিকেলে দুই বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় দুই জন গুলিবিদ্ধ হয়ে মারা যান। 

রায়হানের বিরুদ্ধে দুইটি হত্যা মামলা ও একটি অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর উল গীয়াস ২ জন নিহতের তথ্য নিশ্চিত করে জানান, অপরাধীদের আটকে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।