• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ৭, ২০২১, ০৩:০১ পিএম
সর্বশেষ আপডেট : জুন ৭, ২০২১, ০৩:২২ পিএম

চিংড়ির পোনা ফেলে পালালেন জেলেরা

চিংড়ির পোনা ফেলে পালালেন জেলেরা

সুন্দরবনসংলগ্ন শ্যালা নদী ও মোংলার জয়মনিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ চিংড়ির রেণু পোনা জব্দ করা হয়েছে।

সোমবার (৭ জুন) সকালে বন বিভাগ ও নৌ পুলিশ অভিযান চালিয়ে পোনাগুলো জব্দ করে। এ সময় জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পূর্ব সুন্দরবনের এসিএফ (সহকারী বন সংরক্ষক) মো. এনামুল হক ও চাঁদাপাই নৌ থানার ওসি মো. তজিমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এসিএফ এনামুল হক বলেন, ‘‘সুন্দরবনের নদীতে রেণু পোনা (গলদা ও বাগদা চিংড়ি) ধরা নিষিদ্ধ। তারপরও দীর্ঘদিন ধরে একশ্রেণির অসাধু জেলে-মহাজনরা অধিক মুনাফার লোভে কিছু জেলেদের দিয়ে এই পোনা শিকার করাচ্ছেন। সোমবার (৭ জুন) সকালে এমন খবরে শ্যালা নদীতে অভিযান চালানো হয়। টের পেয়ে জেলেরা রেণু পোনা ফেলে পালিয়ে যায়।’’

জব্দ ৩০ হাজার রেণু পোনা আবার নদীতেই অবমুক্ত করা হয়েছে বলেও জানান তিনি।