• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১০, ২০২১, ০২:৩১ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১০, ২০২১, ০২:৪৫ পিএম

সাতক্ষীরায় বিধিনিষেধ বাড়ল আরও এক সপ্তাহ

সাতক্ষীরায় বিধিনিষেধ বাড়ল আরও এক সপ্তাহ

গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুইজন নারী ও দুইজন পুরুষ। 

বৃহস্পতিবার (১০ জুন) সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এ তথ্য জানিয়েছে। করোনার সংক্রমণ বাড়ায় সাতক্ষীয়ায় চলমান বিধিনিষেধ আরও সাত দিন বাড়ানো হয়েছে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, সাতক্ষীরা সদর হাসপাতালসহ জেলার সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে মোট করোনা পজিটিভ রোগী চিকিৎসাধীন আছেন ৫৪৯ জন।

বৃহস্পতিবার ৯৫ জনের করোনা টেস্ট করা হয়। তাদের মধ্যে ৪৮ জনের পজিটিভ এসেছে। আক্রান্তের হার ৫০ দশমিক ৫৩ শতাংশ। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ২ হাজার ১৪৫ জন।

এদিকে লকডাউনের ষষ্ঠ দিনে সকাল পর্যন্ত জেলার সাতটি উপজেলার বিভিন্ন স্থানে ৫৮টি অভিযানে ২৯২টি মামলায় ২ লাখ ১৩ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জেলাব্যাপী করোনার সংক্রমণ বাড়ায় আজ দুপুরে জেলা করোনা কমিটির জরুরি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় সাতক্ষীরা জেলায় দ্বিতীয় দফায় আরও সাত দিনের লকডাউনের ঘোষণা করা হয়েছে।