• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুন ১৩, ২০২১, ০৩:৫৯ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১৩, ২০২১, ০৩:৫৯ পিএম

সাতক্ষীরায় শনাক্তের হার ৬৪.২০ শতাংশ  

সাতক্ষীরায় শনাক্তের হার ৬৪.২০ শতাংশ  

সাতক্ষীরায় করোনাভাইরাস সংক্রমণের হার বেড়েই চলেছে। লকডাউনের নবম দিনে শনিবার (১২ জুন) সকাল ৯টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত পর্যন্ত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়। পজিটিভ শনাক্ত হয়েছে ৫২ জন। শনাক্তের হার ৬৪ দশমিক ২০ শতাংশ।

এ সময় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সাতক্ষীরা সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে ৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের একজন করোনা পজিটিভ।

এদিকে সাতক্ষীরায় বর্তমানে ৬৯৬ জন করোনা পজিটিভ রোগী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সাতক্ষীরা সদর হাসপাতাল, বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

সাতক্ষীরায় দ্বিতীয় দফার সাত দিনের লকডাউনের দ্বিতীয় দিনে আজ সকাল থেকে পুলিশ শহরের বিভিন্ন পয়েন্টে ব্যারিকেড বসিয়ে বিনা কারণে চলাচলরত মানুষ ও যানবাহন নিয়ন্ত্রণ করছে।

লকডাউনে খানিকটা ঢিলেঢালা ভাব দেখা গেছে। জরুরি সেবা প্রতিষ্ঠান খোলা রয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ঢাকা, খুলনা ও যশোর থেকে সাতক্ষীরামুখী সকল প্রবেশ পথ।