• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১৯, ২০২১, ০২:৪০ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১৯, ২০২১, ০২:৪০ পিএম

উখিয়ায় মতবিনিময় সভা

উখিয়ায় মতবিনিময় সভা

কক্সবাজারের উখিয়া উপজেলায় ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ে উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। 

মতবিনিময় সভায় উন্নয়ন প্রকল্প পরিচালক মো. মামুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ। এ সময় পল্লী বিদ্যুৎ উখিয়া জোনাল অফিসের ডিজিএম মো. গোলাম সরওয়ার মোরশেদসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নিজাম উদ্দিন আহমেদ বলেন, উখিয়া উপজেলায় বরাদ্দকৃত ১৪৫টি ঘরের দলিল ও ঘর গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হবে। এছাড়া চলতি বছরে তৃতীয় পর্যায়ে আরও গৃহহীন পরিবারের মাঝে ঘর বিতরণ করা হবে বলে জানান তিনি।

আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে নির্মিত ঘর ও দলিল হস্তান্তর অনুষ্ঠানের কার্যক্রম উদ্বোধন করবেন।

জাগরণ/এমআর