• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২৪, ২০২১, ০২:১৭ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২৪, ২০২১, ০২:১৭ পিএম

কল দিলেই বাসায় পৌঁছে যাবে খাবার

কল দিলেই বাসায় পৌঁছে যাবে খাবার

করোনার মহামারিতে রাজশাহী নগরীতে চলছে সর্বাত্নক কঠোর লকডাউন। এই পরিস্থিতিতে সাধারণ খেটে খাওয়া মানুষ বিপাকে পরেছে। দিনমজুর, রিকশা, ভ্যানচালক, অটোরিকশা চালক, পরিবহন শ্রমিকসহ নিন্ম আয়ের মানুষ এক রকম অর্থনৈতিক সংকটে দিনযাপন করছে। তাই এসব ক্ষুদ্র আয়ের মানুষের খাদ্য সহায়তার জন্য হট লাইন ৩৩৩ তে কল দিয়ে খাদ্য সংকটের কথা জানালে রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ হতে ২৪ ঘন্টার মধ্যেই বাড়িতে পৌঁছ যাবে খাবার।

বৃহস্পতিবার নগরীর সাহেব বাজার এলাকায় রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল লকাডাউন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন।

পাশাপাশি জাতীয় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় হতে বরাদ্দকৃত করোনাকালীয় প্রণোদনা হিসেবে নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে বলে তিনি জানান। এদিকে রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন করোনায় ক্ষতিগ্রস্থদের সহযোগিতার কাজ শুরু করে দিয়েছে। 

জাগরণ/এমআর