• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২২, ২০২১, ১১:৩২ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ২২, ২০২১, ১১:৩২ এএম

রামেক হাসপাতালে আরও ২২ জনের মৃত্যু

রামেক হাসপাতালে আরও ২২ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ● ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ও উপসর্গ নিয়ে আরও ২২ জন মারা গেছেন।

নিহত ২২ জনের মধ্যে ১৩ জন পুরুষ এবং ৯ জন নারী রয়েছেন।

বুধবার (২১ জুলাই) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে তারা মারা যান।

বৃহস্পতিবার (২২ জুলাই) এই তথ্য জানান, রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। 

হাসপাতালের পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহীর ১০ জন, নাটোরের ৬ জন, পাবনার ৪ জন এবং নওগাঁর ২ জন করে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫ জন মারা গেছেন হাসপাতালের ১ নম্বর ওয়ার্ডে।  ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে তিনজন করে, আইসিইউ ১৪, ১৭, ২২ ও ২৯/৩০ নম্বর ওয়ার্ডে ২ জন করে এবং ১৬  নম্বর ওয়ার্ডে ১ জন মারা গেছেন।

জাগরণ/এসএসকে/এম