• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২৪, ২০২১, ০৮:৫৭ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৪, ২০২১, ০৮:৫৭ এএম

সড়কে সেনা সার্জেন্টের মৃত্যু

সড়কে সেনা সার্জেন্টের মৃত্যু

বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় আমজাদ হোসেন নামের এক সেনা সার্জেন্টে নিহত হয়েছে। 

গতকাল শুক্রবার দিবাগত রাতে র‌্যাব-১২ ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমজাদ হোসেন বগুড়ার জাহাঙ্গীরাবাদ সেনানিবাসে ২৫ ফিল্ড অ্যাম্বুলেন্সে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা।

ওসি জানান, নিহত আমজাদ হোসেন বগুড়া শহরের ফুলদিঘী এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে আমজাদ হোসেন বাইসাইকেল নিয়ে শহরে খাবার কিনতে যাচ্ছিলেন। পথিমধ্যে র‌্যাব ক্যাম্পের সামনে পৌঁছলে বিপরীতমুখি একটি মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দেয়। এতে তিনি মহাসড়কে ছিটকে পড়ে মাথায় আঘাত পান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। এর কিছুক্ষণ পর তিনি হাসপাতালে মারা যান। দুর্ঘটনার পর মোটরসাইকেল ফেলে চালক পালিয়ে যায়।

জাগরণ/এমআর