• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুলাই ২৪, ২০২১, ১২:৪৪ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৪, ২০২১, ১২:৪৪ পিএম

মা-বাবাকে খুঁজছে বাক প্রতিবন্ধী শিশু 

মা-বাবাকে খুঁজছে বাক প্রতিবন্ধী শিশু 

বাবা-মাকে খুঁজছে পথ হারানো ৮ বছর বয়সী এক বাক প্রতিবন্ধী শিশু । সেই সাথে শিশুটির পরিবারকে খুঁজে পেতে চেষ্টা করছে পুলিশ ও উপজেলার সমাজসেবা দায়িত্বরত কর্তা ব্যক্তিরা ।

শনিবার সকালে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুর বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত বৃহস্পতিবার রাতে সাভার পৌর এলাকার মুক্তিরমোড় এলাকায় শিশুটিকে পাওয়া যায় । শিশুটির পড়নে ছিলো গেঞ্জি এবং থ্রি কোয়ার্টার প্যান্ট । তার শরীরের রঙ শ্যাম বর্ণের এবং মুখ মন্ডল লম্বা আকৃতির ।

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুর জানান, ছেলেটিকে মুক্তির মোড় এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে শিশুটি বাক-প্রতিবন্ধী হওয়ায় তার পরিবারের পরিচয় নিশ্চিত করতে পারেনি। শিশুটির পরিবারের খোঁজ করা হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা ।

সাভার উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শিবলী জামান জানান, এখনো পরিবারের কোন খুঁজ পাওয়া যায়নি। তাই শিশুটিকে মিরপুর শিশু অভয়াশ্রম কেন্দ্রে পাঠানোর প্রক্রিয়া চলছে। 

জাগরণ/এমআর