• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২৭, ২০২১, ০১:৩৪ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৭, ২০২১, ০১:৩৪ পিএম

মোংলায় ৭৩টি সুন্ধি কচ্ছপ জব্দ

মোংলায় ৭৩টি সুন্ধি কচ্ছপ জব্দ

মোংলায় বিলুপ্ত প্রায় মিঠা পানির প্রজাতির ৭৩টি সুন্ধি কচ্ছপ জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় কচ্ছপসহ আটক ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে নগদ ২ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

মঙ্গলবার (২৭ জুলাই) এসব সুন্ধি কচ্ছপ বাগেরহাটের হযরত খান জাহান আলীর (র:) দিঘিতে ছাড়া হয়েছে বলে জানিয়েছেন খুলনা বণ্যপ্রাণী ব্যবস্থাপনা বিভাগের মৎস্য বিশেষজ্ঞ মো. মফিজুর রহমান চৌধুরী। 

কোস্ট গার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার (অপারেশন) লে: এম মামুনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে দিকে মোংলার দিগরাজ শিল্প সংলগ্ন এক এলাকায় অভিযান চালিয়ে একটি বস্তায় থাকা ৭৩টি সুন্ধি কচ্ছপসহ এক ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার নারকেলবাড়ী গ্রামের মঙ্গল চন্দ্র রায়ের ছেলে মনোজ রায় (৩০)। জব্দকৃত ৭৩টি কচ্ছপের ওজন প্রায় ৭৮ কেজি। 

জাগরণ/এমআর